ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

করোনা সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় বাংলাদেশ

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।শুক্রবার (৫ জুন) ৯০তম দিনে এসে করোনাভাইরাস সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় প্রবেশ করল বাংলাদেশের নাম। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

শুক্রবার(০৫জুন) পর্যন্ত বাংলাদেশে মোট ৬০ হাজার ৩৯১ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে। এছাড়া দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮১১ জন।

ওয়ার্ল্ডোমিটারে করোনাভাইরাস সংক্রমিত দেশের তালিকায় এক নম্বরে আছে আমেরিকা। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৪ হাজার ৫৫৫ জন। মোট মারা গেছে ১ লাখ ১০ হাজার ২১০ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৮৭০ জন। এছাড়া ৩৪ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় অবস্থানে থাকা রাশিয়াতে মোট আক্রান্ত ৪ লাখ ৪৯ হাজার ৮৩৪ জন ও ৫ হাজার ৫২৮ জনের মৃত্যু হয়েছ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ২৭ জন। এবং মোট মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

ads

Our Facebook Page